Durnitibarta.com
ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

এবার ভারতজুড়ে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ এবার যাচ্ছে ভারতে। শুধু পশ্চিমবঙ্গে নয়, আগামী ৫ জুলাই গোটা ভারতেই হিন্দি ভাষায় মুক্তি পাবে তারকাবহুল এ সিনেমাটি।

সামাজিক মাধ্যমে ‘তুফান’-এর একটি পোস্টার শেয়ার করে এই সুখবর জানিয়েছেন খোদ বলিউডের বিখ্যাত চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক এবং চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

শনিবার দেওয়া ওই পোস্টে তরুন লিখেছেন, ‘বাংলাদেশের সুপারহিট সিনেমা ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে। সঙ্গে হ্যাশট্যাগে উল্লেখ করেছেন শাকিব খানসহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর নামও।

তরণের পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, তুফান মুক্তি পাচ্ছে ভারতজুড়ে। ভারতে সিনেমাটির পরিবেশক এসভিএফ। এর আগে প্রযোজনা সংস্থাও ইঙ্গিত দিয়েছিল, ভারতে সিনেমাটি বাংলা ছাড়াও কয়েকটি ভাষায় মুক্তি পেতে পারে।

ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের শতাধিক হলে মুক্তি পেয়েছিল রায়হান রাফির পরিচালিত ‘তুফান’। সম্প্রতি প্রযোজনা সংস্থা ও নির্মাতারা জানান, মুক্তির ১০ দিনেই বাংলাদেশে সিনেমাটি প্রায় ২৫ কোটি টাকা আয় করেছে!

এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাকে দেখা গেছে দ্বৈত ভূমিকায়। শাকিবের বিপরীতে নায়িকা ওপার বাংলার মিমি চক্রবর্তী এবং এপারের মাসুমা রহমান নাবিলা।

বিভিন্ন আরও আছেন অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সেলিম ও গাজী রাকায়েতের মতো বাঘা বাঘা সব তারকারা।