Durnitibarta.com
ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামকে গলাকেটে হত্যা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ৩, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ আধিপত্য বিস্তারের জেরে এবার মসজিদের এক ইমামকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের নাম নুর মোহাম্মদ (৩০)। তিনি ওই ক্যাম্পের মৃত অলি আহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে এ খুনের ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ স্থানীয় এক মসজিদে নামাজ পড়াতেন এবং প্রতিদিন সকালে মক্তবে শিশুদেরকে আরবি ও ইংরেজি পড়াতেন। পাশাপাশি গভীর রাতে ওই ক্যাম্পের পাহারাদারদের সঙ্গে নিজেও মাঝে মাঝে ক্যাম্প পাহারা দিতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় নুর মোহাম্মদ মঙ্গলবার রাতে পাহারা শেষে রাত সাড়ে ৩টার দিকে তার নিজ ঘরের সামনের দোকান থেকে পান ক্রয় করেন। পরে তিনি চলে যাওয়ার সময় অজ্ঞাত একদল রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে তাকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

ওসি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।