Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে শিক্ষিকার বাসায় চুরি

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ২৮, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষিকার বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার ভোর চারটা থেকে পাঁচার মধ্যে এই চুরিটি সংগঠিত হয়েছে বলে পরিবারের ধারণা।

সরেজমিন ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরণিখলা এলাকার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুর রাজ্জাকের বাসায় গিয়ে দেখা যায়, তার ভাড়াটিয়া প্রাথমিক স্কুল শিক্ষিকা রোকসানা আক্তার সীমার বাসার তালা ভেঙ্গে চোর প্রবেশ করে আলমারিতে থাকা ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা, মূল্যবান কাপড়চোপড় ও কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

জানা যায়, ভাড়াটিয়া শিক্ষিকা বাসা তালাবদ্ধ করে বাবার বাড়িতে বেড়াতে যান। চোর এ সুযোগে তালা ভেঙ্গে বাসায় ঢুকে চুরি করে পালিয়ে যায়।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শিক্ষিকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।