Durnitibarta.com
ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে অটোরিকশা ছিনতাই করে টাকা দাবি

প্রতিবেদক
Editor
জুন ৯, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

অটোরিকশাসহ মোবাইল ছিনতাইয়ের পর তা ফেরত দেয়ার কথা বলে অটোরিকশার মালিকের কাছে ৪০ হাজার টাকা দাবি করছে ছিনতাইকারীরা। শুক্রবার (৭ জুন) দুপুর পৌনে ৩টার দিকে অভিনব কায়দায় এ ছিনতায়ের ঘটনাটি ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের ডেঙ্গার মোড় এলাকায়।
উপজেলার মনাটি গ্রামের ভুক্তভোগী নাজমুল মিয়া (১৮) জানান- স্থানীয় রুবেল মিয়ার কাছ থেকে ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনারদিন দুপুরে শ্যামগঞ্জ বাজারে দুইজন অজ্ঞাত ব্যক্তি ডেঙ্গার মোড় যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। ডেঙ্গার মোড় আসার পর ওই দুই অটোরিকশার যাত্রী একটি মোবাইল কল করার জন্য তার কাছ থেকে মোবাইল সেট নেন। মোবাইল সেট নেয়ার পর অটোরিকশা চালক নাজমুলকে কাগজে লেখা একটি হোটেলের ঠিকানা হাতে ধরিয়ে যাত্রীরা বলেন, সামনে একটি লোক দাঁড়িয়ে আছে তার হাতে ঠিকানাটি দিয়ে আস। নাজমুল সরল বিশ^াসে তার ব্যবহৃত মোবাইল সেটসহ অটোরিকশা রেখে হেঁটে কাগজটি পৌঁছে দিতে চলে যান। যাত্রীদের কথামত প্রায় ১০০ গজ দূরে গিয়ে কোন লোক না পেয়ে নাজমুল ফিরে এসে দেখেন যাত্রীসহ অটোরিকশা উধাও। এ ছিনতাইয়ের ঘটনায় তিনি গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অটোরিকশার মালিক রুবেল মিয়া জানান- নাজমুলের ব্যবহৃত মোবাইল সেটে দুটি সিমের (০১৯৫৪-৭৬৩১৪২, ০১৯০৭-১১৫৭৩১) সংযোগ চালু রেখেছে ছিনতাইকারীরা। শনিবার এ মোবাইল নম্বরে কল করা হলে অপরপ্রান্ত থেকে ছিনতাইকারী রিসিভ করে বলে, ৪০ হাজার টাকা দিলে তারা অটোরিকশাটি ফেরত দিবে।
এ ঘটনায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় জানান- ছিনতাইকারীদের গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।