আব্দুল্লাহ জোবায়ের: ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকা থেকে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব চিনি জব্দ করা হয়। এ সময় চিনিবোঝাই ট্রাকের চলক মো. লিটন মিয়াকে (৪০) আটক করে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার জয়নগর এলাকায়।
ডিবির এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতীয় চিনি আসার খবর জানতে পেরে ডিবি পুলিশের একটি দল আগে থেকেই পাটগুদাম এলাকায় অবস্থান নেয়। সেখানে চিনিবোঝাই একটি ট্রাক এলে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গতকাল রাতে ডিবির এসআই মো. মিনহাজ বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় লিটন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্ত দিয়ে এই চিনি পাচার করে আনা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে চালক এ বিষয়ে তথ্য দেননি। এই চক্রের সঙ্গে জড়িতদের আটকের জন্য তাঁরা কাজ করছেন।