Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৫ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আলতাফ খুনের মাস্টার মাইন্ড পুলিশের জালে আটক

প্রতিবেদক
Editor
মে ২৫, ২০২৪ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহে নগরীর চর কালিবাড়িতে আলতাফ আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। রাসেলের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, এলাকায় নিজের অবস্থান জানান দিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার (২৪ মে/২৪) বাদ জুমা কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, গত ২১ মে রাতে সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাসেল ও মল্লিকের মাঝে হাতাহাতি চলছিল। এ সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলতাফ আলী। দু’পক্ষের বিষয়টি দেখতে পেয়ে ঝগড়ার কারণ জানতে চান আলতাফ আলী। এ সময় রাসেল খান ইমন এলাকায় আধিপত্য ও নিজের অবস্থান জানান দিতে ওয়ান শুটারগান দিয়ে আলতাফ আলীর পায়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় তিনি। এ সময় ঘটনাস্থলে রাসেলের পক্ষের ৮-১০ জন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ আরো বলেন, হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রাসেলের বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে।
এদিকে, হত্যার ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান ঘটনার পরদিন পাঁচজনের উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।