হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি উদ্যোগে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই সংগ্রহ উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। ধান-চাল সংগ্রহ চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এসময় হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল ইলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপাধক্ষ্য আবদুর রশিদ, কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান,হালুয়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাক্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত প্রমুখ।
জানতে চাইলে খাদ্য পরিদর্শক সঞ্চয় মোহন দত্ত জানান, চলতি বোরো মৌসুমে সরকার হালুয়াঘাট চালকল মালিকদের কাছ থেকে ২ হাজার ৯০১ টন চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ২ হাজার ১৮৫ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এ কর্মসূচী চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। তিনি আরো জানান এবছর প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা এবং চালের মূল্য ধরা হয়েছে ৪৫ টাকা।