বিশেষ প্রতিনিধি: জামালপুর থেকে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত চারটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
রেলের দায়িত্বরত লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে যেতে থাকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি। পথে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলস্টেশন পাড় হয়ে বনগাঁও এলাকায় যেতেই হঠাৎ করে এক যুবক কাটা পড়ে। এসময় ওই স্থানে পাহাড়ায় ছিলো আনসার সদস্যরা। তাঁরা ট্রেন চলে গেলে দেখতে পায় যুবকের বাম হাত ও দুই পা কাটা পড়েছে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আমিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় সনাক্তের কাজ করছে সিআইডির ক্রাইম সিনের টিম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে