Durnitibarta.com
ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিএমএসএফ’র উদ্যোগে গৌরীপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Editor
এপ্রিল ৮, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি;

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৮ এপ্রিল) সংগঠনের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ৭১’র সকল শহিদ, সাংবাদিক-ভাষাসৈনিক, সাংবাদিক শাহ আলমগীর, সাগর-রুনি, হুমায়ুন কবীর বালু,মানিক সাহা,গৌরীপুরের প্রয়াত সাংবাদিক কাজী এম.এ মোনায়েম, আব্দুল আজিজ, ছড়াকার আজম জহিরুল ইসলাম স্মরণে দোয়া ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে সাংবাদিক সুরেশী কৈরীকে স্মরণ ও তাঁর আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ম. নুরুল ইসলাম (সংবাদ)। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার (আমাদের সময়)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন (যুগান্তর)। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো.আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বোরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গ্লোরী), সাংগঠনিক সম্পাদক শাহজাহান (দেশ রূপান্তর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস (শুভদিন), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), কার্য্যনির্বাহী সদস্য কমল সরকার (যায়যায়দিন), সুপক রঞ্জন উকিল (ভোরের দর্পণ), শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), সামছুজ্জামান আরিফ (বাহাদুর), তাসাদদুল করিম (বাংলার নেত্র), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত) প্রমুখ।