গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৭ এপ্রিল/২৪) সরকারি কলেজ বিএনসিসি ক্লাব আয়োজিত এক্স ক্যাডেটদের মিলনমেলা ও ইফতার মাহফিল নেক্সাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সার্জেন্ট মো. রইছ উদ্দিন। তিনি বলেন, বিএনসিসি’র প্রত্যেক ক্যাডেট সুশৃঙ্খল এবং ওরা জীবন সংগ্রামে বিজয়ী। এর কারণ হলো ওদের মাঝে শৃঙ্খলতা, সময়জ্ঞান এবং নিয়মানুবর্তিতা রয়েছে।
আজকের যে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে, সে অবক্ষয় প্রতিরোধে ক্যাডেটদের এগিয়ে আসতে হবে। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ ছাড়া সমাজের-রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি ক্লাবের সভাপতি সাবেক ক্যাডেট অ্যান্ডার অফিসার আল ইমরান মুক্তা। সঞ্চালনা করেন সাবেক সার্জেন্ট এমদাদুল হক আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, সাবেক সার্জেন্ট মো. মাহফুজুর রহমান, তৈমুর আলম, মো. আশিক মিয়া, মীর্জা শামুন।
এছাড়াও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক কর্পোর্যাল আব্দুল হালিম, মো. সাগর মিয়া, মো. মোস্তাকিম মিয়া, সাবেক ল্যান্স কর্পোরাল সারোয়ার জাহান আকাশ, সোহেল রানা, সাবেক ক্যাডেট আদনান আবির, মো. মাহমুদুল ইসলাম,শামীম খান, ইসমাইল হোসেন, শামীম আহসান মিতুল, অপূর্ব হাসান, মো. সাইমুন আহমেদ বাপ্পী, রায়হান উদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ক্যাডেট আতিক হাসান।