আবদুল কাদির : পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ময়মনসিংহ র্যাব-১৪’র দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পদক পেয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি/২৪)দুপুরে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শেষে তাদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহ র্যাব-১৪’ র অপারেশনস্ অফিসার ও উপ-পরিচালক মোঃআনোয়ার হোসেন দুর্নীতি বার্তা ডটকমকে তথ্য নিশ্চিত করেছেন।
অসীম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এ ভূষিত হয়েছেন, ময়মনসিংহ র্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ (বিপিএম)-সেবা পদকে ভূষিত হয়েছেন র্যাব-১৪ ময়মনসিংহ অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃআনোয়ার হোসেন।
“স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ,শান্তি প্রগতির বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ পুলিশ সপ্তাহ-২০২৪’র শুভ উদ্বোধন সময় র্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বিপিএম সাহসিকতার জন্য দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সেবা)পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।