Durnitibarta.com
ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ ॥ ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপিকে সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে এমপিকে ফুল দিয়ে বরণ শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহ সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবি লীগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।