Durnitibarta.com
ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ২

প্রতিবেদক
বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাহাঈীর আলম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী অটোরিকশায় পিকআপের ধাক্কায় দুইজন পোশাক শ্রমিক নিহত হয়েছে এসময় অটোরিকশায় থাকা অপর ৫ জন আহত হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে উথুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাতিবেড় গ্রামের আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা পোশাক শ্রমিক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ভালুকা মডেল থানা পুলিশ।
নিহত দুই পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।