গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১২জন সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা। বুধবার (৩১ জানুয়ারি/২৪) টাকা আত্মসাৎসহ ৯দফা অভিযোগ এনে অনাস্থা দেয়া হয়েছে।
জানা যায়, ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন নিয়ম বর্হিভূতভাবে বিক্রয়, প্যানেল চেয়ারম্যান গঠন না করা, কর্মসূজন কর্মসূচী, আদায়কৃত ট্যোক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাতের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাবের আবেদনটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৯জন সদস্য-সদস্যা উপস্থিত হয়ে জমা দিয়েছেন।
আরও পড়ুন>> গৌরীপুরে ইউনিয়ন পরিষদের ভবন উধাও, জানেনা চেয়ারম্যান
তবে ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।
অভিযোগ প্রসঙ্গে বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহিন জানান, সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট। ৪নং ওয়ার্ডের সদস্য মো. গাজীবুর রহমান প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময়ও পুরাতন ভবন আমাকে বুঝিয়ে দেয়া হয়নি। আমি ভবন বিক্রি করি নাই। ভবনের ঘটনায় মামলাও হয়েছে। তিনি পাল্টা অভিযোগ করেন, ইউপি সদস্যরা ভিজিএফ/ভিজিডিসহ বিভিন্ন কার্ড বিক্রি করে দিতে চায়, এসব করতে না দেয়ায় এখন ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়েছে।
প্যানেল চেয়ারম্যান গঠনের বিষয়টি অস্বীকার করেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের সচিব মো. সুজন মিয়া। তিনি বলেন, এ অভিযোগ সম্পর্কে আমি আর কোনো মন্তব্য করবো না। পাল্টা অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্যরা বলেন, তদন্তে গেলেই তো সব বেড়িয়ে আসবে।
এদিকে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান মো. গাজীবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান গঠনের কোনো সভা হয়নি আর আমাকেও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়ও সঠিক না।
২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসহাক উদ্দিন জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ১৮০জন শ্রমিকের নামে কৌশলে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সিম উত্তোলন করে শ্রমিকদের টাকা না দিয়ে আত্মাসাৎ করা হয়েছে।
অপরদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে বোকাইনগর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ভেঙ্গে বিক্রয় ও বিক্রয়লব্দ টাকা, বোকাইনগর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমি অধিগ্রহণের বিনিময়ে প্রাপ্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ, সাব-রেজিস্ট্রি অফিস হইতে ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য ১% বরাদ্দকৃত টাকা, ইউনিয়ন পরিষদের আদায়কৃত ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন।
২০২১সনের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে একজন চেয়ারমান, ৯জন সাধারণ সদস্য ও ৩জন সংরক্ষিত সদস্য নিয়ে ১৩সদস্যের ইউনিয়ন পরিষদ কমিটি গঠিত হয়। এরমধ্যে ১২জনের অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন তারা হলেন সংরক্ষতি আসনের সদস্য মোছা. নুরুন্নাহার, মোছা. শিরিনা বেগম, কুলসুম বেগম, সাধারণ সদস্য মো. চুন্নু মিয়া, মো. ইসহাক মিয়া, মো. বদর উদ্দিন, মো. গাজীবুর রহমান, মো. কামাল হোসেন, মো. আব্দুর রহিম, মো. আব্দুস সেলিম, মো. ফারুক মিয়া, মো. শাহাব উদ্দিন।