বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে ২৬ শে জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় আজ ঐতিহ্যবাহী হালুয়াঘাট সাধারণ পাঠাগারের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন নব নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক সায়েম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জনাব খায়রুল আলম ভূঞা। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার হাবিবুর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য জনাব বজলুর রহমান বজলু, বীর মুক্তিযোদ্ধা সাহাম্মদ আলী, পুলিশ পরিদর্শক জনাব মোঃ কামরুল ইসলাম বেগ, সরগম সঙ্গীত বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বাবু মিত্র বর্দ্ধন পাল, অধ্যাপক সুলতান আহমদ, কমিশনার আসাদুজ্জামান জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শাহাদাত হোসেন আকন্দ, বিজয় স্মৃতি ক্রিকেট ক্লাবের সমন্বয়ক জনাব রিফাত জামিল তানহাসহ হালুয়াঘাট সাধারণ পাঠাগারের বর্তমান কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিগণ, পাঠাগার শিশু কানন ও সরগরম সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।
শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন থেকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি গোপাল পণ্ডিত, গজাধর চৌহান, কমল চন্দ্র ভদ্র, জনাব আতিক উল্লাহ, জনাব আবু তাহের, অভিজিৎ রায়, কমল দেবনাথ, নজরুল ইসলাম, সুকান্ত বণিক, শক্তি শংকর ঘোষ, মাহমুদুল হাসান মুন্না, প্রভাষক আল আমিন, মাহমুদ আবদুল্লাহ, কাজী মুহাম্মদ হুমায়ুন কবীর খান এবং মোখলেছুর রহমান বাবুল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র জনাব খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সহ-সভাপতি বাবু শুভাশীষ সরকার শুভ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, পাঠাগার শিশু কাননের অধ্যক্ষ জনাব আককাছ আলী, সরগম সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব হাতেম আলী এবং সুবর্ণজয়ন্তী স্মরণিকা সম্পাদক জনাব শরীফ মল্লিক প্রমুখ। হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সম্মানিত সদস্য, শিশু কানন ও সরগরম সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় চার শতাধিক মানুষের উপস্থিতিতে হালুয়াঘাট সাধারণ পাঠাগার মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ খালেদুর রহমান আকন্দ এবং সঞ্চালনা করেন জনাব মোঃ ফেরদৌস আলম।