ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
রবিবার ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ-৮ ও ৫ আসনের নৌকার দুই প্রার্থীর মনোনয়ন ঢাকা থেকেই প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৬টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। এ আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না। এ আসনগুলোর মধ্যে ময়মনসিংহ-৮ আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টানা দুই বারের সংসদ সদস্য ফখরুল ইমাম।
এছাড়াও এ আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টানা দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী নারী নেত্রী কানিজ ফাতেমা।