Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৮ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী কানিজ ফাতেমা

প্রতিবেদক
বার্তা বিভাগ
ডিসেম্বর ১৫, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শুক্রবার শেষ হয়েছে। আপিল শুনানিতে ঈশ্বরগঞ্জের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের সহধর্মিনী নারী নেত্রী কানিজ ফাতেমার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থিতা ফিরে পেয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ।

এর আগে গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কানিজ ফাতেমার মনোনয়নপত্র বাতিল করেন। পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আজ নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।