Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাস উল্টে নিহত ১, আহত ১৫

প্রতিবেদক
বার্তা বিভাগ
ডিসেম্বর ৮, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে বাস উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে ফুলপুর-শেরপুর সড়কের ইমাদপুর নামে স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।

নিহত রফিকুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আবু সায়িদের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ইমাদপুর নামক স্থানে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হয় আরও ১৫ যাত্রী। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠায়।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া জাগো নিউজকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।