সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমারের ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ৪র্থ ম্যাচে জয় পেয়েছে নওগাঁ জেলা নারী ফুটবল দল।
বুধবার (৬ই ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট’ এর ৪র্থ ম্যাচে মুখোমুখি অংশগ্রহণ করে স্বাগতিক ডোমার নারী ফুটবল দল বনাম নওগাঁ জেলা নারী ফুটবল দল।
নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম কিকে ডোমারের গোল আটকে দিলেও নওগাঁ সহজ গোল করে ১-০ তে এগিয়ে যায়। এরপর দ্বিতীয় কিকে উভয়ে দলই গোল করলে ২-১ ব্যবধান হয়। তৃতীয় কিকেও উভয়ে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকে নওগাঁ। চতুর্থ ও পঞ্চম কিকে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এসময় খেলার প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সহ উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ফুটবল একাডেমির প্রতিনিধি সহ ডোমারের সুধীজন উপস্থিত ছিলেন।