হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চলতি রবি শষ্য মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ও কৃষিকাজে উদ্বুদ্ধ করতে প্রণোদনা হিসাবে বিনাম‚ল্যে রাসায়নিক সার,সরিষা সহ বিভিন্ন রবিশষ্যের বীজ প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ রোববার দিনব্যাপী এই কর্মসূচীর আয়েজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। বেলা ১১ ঘটিকায় এই কর্মসূচীর উদ্বোধন করেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের স্থানীয় সংসদ সদস্য ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা হাসান এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফুর রহমান নয়ন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভ‚ঞা, সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবদুর রশিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়, ধুরাইল ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমকে সামনে রেখে ২০২৩-২০২৪ অর্থবছরের সরিষা,গম ভুট্টা, স‚র্যমুখি,চিনাবাদাম,মুগডাল ও শীতকালিন পিঁয়াজ এর আবাদ বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মস‚চির আওতায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় সর্বমোট ৫ হাজার ছয়শত কৃষককে বিনাম‚ল্যে সরিষা বীজ ও ৫ শত কৃষককে ভুট্টা ১৫ জন কৃষকে স‚র্যমুখি, ১০ জন কৃষককে চিনাবাদাম এবং শীতকালিন পিঁয়াজ,মুগডাল এর বীজ প্রণোদনা দেওয়া হয়। এতে প্রতি প্রান্তিক কৃষকের ৩৩ শতাংশ জমির জন্য সরিষা বীজ ১ কেজি ১০ কেজি ডিএপি ,এম ও পি রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি বিভাগ আরো জানায় বিনাম‚ল্যে এ সার-বীজ কৃষকদের দেওয়ায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে।