Durnitibarta.com
ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জাতীয় সংবিধান দিবসে আলোচনা সভা

প্রতিবেদক
বার্তা বিভাগ
নভেম্বর ৫, ২০২৩ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।। ‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহাকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, প্রেসক্লাবের সাবেক সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোর্শেদ আলী খান প্রমুখ।