Durnitibarta.com
ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মণ্ডপে মণ্ডপে ফল ও মিষ্টি নিয়ে মসিক মেয়রের শুভেচ্ছা

প্রতিবেদক
Editor
অক্টোবর ২২, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ফল ও মিষ্টি নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মণ্ডপে মণ্ডপে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সপ্তমীতে ৩১ ও ৩২ নং ওয়ার্ডের এবং আজ রবিবার অষ্টমীতে ২৩, ২৪ ও ৩৩ নং ওয়ার্ডের পূজামণ্ডপ সহ শহরের বিভিন্ন মণ্ডপে শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।

এ সময় প্রতিটি মণ্ডপেকে পূজা উদযাপন বাবদ ৫ হাজার এবং সিসি টিভি ক্যামেরা স্থাপনে সহযোগিতা বাবদ ২ হাজার টাকা প্রদান করেন তিনি। আগামীকাল নবমীতেও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেবেন মেয়র।মেয়র বলেন, হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে আরও আনন্দমুখর ও সুষ্ঠু উদযাপনে সবসময় পাশে থেকেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ ধারা অব্যাহত থাকবে। মণ্ডপের বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, সড়ক মেরামতের ব্যবস্থা করা হয়েছে। ‍পুজা আয়োজনে যে কোন প্রয়োজনে সাড়া দিতে সিটি কর্পোরেশনে একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।মেয়র আরও বলেন, আর একদিন পরই দশমী। দশমীর বিসর্জনও যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিসর্জন ঘাট প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্যান্ডেল, সিকিউরিটি বুথ, প্রবেশ ও বাহির হবার রাস্তা নির্মাণ, মেডিকেল বুথ ও পাবলিক টয়লেট স্থাপন করা হচ্ছে।মেয়র আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় প্রতিবারের মত এবছরও উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন হবে।মণ্ডপ পরিদর্শনকালে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ পারভীন, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিরর মোঃ শাহজাহান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, মহানগর আওয়ামী লীগের সহ সাভাপতি এ বি সিদ্দিক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, পূজা মণ্ডপসমূহের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।