আবুল কাশেম রুমন, সিলেট।। সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে নিচে কাটাপড়ে আওয়ামীলীগ নেতার মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিংয়ে, পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুস শহিদ (৪৮) নামে আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়। রবিবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শহিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রী কোনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটওয়ারী। তিনি বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।