বার্তা ডেস্ক।। একাধিক প্রকল্প উদ্বোধন ও রাজনৈতিক সফরে আগামী ৯ নভেম্বর খুলনায় যাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খুলনা-মোংলা রেল প্রকল্পের উদ্বোধন ছাড়াও দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ।
প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে এরই মধ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সামনে রেখে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এ নিয়ে দলের নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। সব কিছু ঠিক থাকলে খুলনা সার্কিট হাউস মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। একই দিন খুলনা-মোংলা রেল প্রকল্প ছাড়াও বেশ কটি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।
এর আগে, ২০১৮ সালের মার্চে সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় এক জনসভায় ভাষণ দিয়েছিলেন। এছাড়া চলতি বছর জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী খুলনার দিঘলিয়ায় ব্যক্তিগত সফরে আসেন। সেখানে তার মায়ের নামে থাকা একটি পাট গোডাউন পরিদর্শন করেছিলেন তিনি।