আল ইমরান, নেত্রকোনা: নাগরিক সমাজকে বিভিন্ন বিষয়ে সচেতন ও জরুরি নাগরিক সেবা জনগণের মাঝে পোঁছে দিতে
হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম গ্রহণ করেছে। তারই দ্বারাবাহিকতায় আজকে ৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহ রিজিয়ন পূর্বধলা নেত্রকোনা অফিসে হ্যালো এইচপি (Hello HP) অ্যাপস ইনস্টেশন ক্যাম্পেইনের কার্যক্রম শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজ সহ বিভিন্ন যানবাহনের ড্রাইভারেরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ এ কে এম মনজুরুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম। হাইওয়ে পুলিশের হেড কোয়াটার থেকে এস আই এমদাদুল।
উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম তালুকদার, মিল্টন খান, মানিক,রিপন তাং সহ প্রমুখ।
প্রোগ্রামে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তিলক রায় টুলু, বাংলাদেশ প্রেস ক্লাব শ্যামগঞ্জ শাখার সভাপতি রফিকুল হাছান আজমী( মিথুন) ও সাধারণ সম্পাদক-আল-ইমরান,সাংবাদিক রিদয়।
অফিসার ইনচার্জ,মনজুরুল হক বলেন, হ্যালো অ্যাপসটি নাগরিকরা তাদের মোবাইলে ইনস্টল করলে ১৬ ধরনের নাগরিক সেবা পাবে। তাই তিনি এ অ্যাপসটি উপস্থিত সকলকে ইনষ্টল করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের প্রধান দায়িত্ব গুলো হলোঃ ১ম হাইওয়ে রোডে যানজট নিরসন সহ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা। ২য় মহাসড়কে আশে পাশে অবৈধ হাট বাজার বন্ধ করা। ৩য় চোরাচালান কারীদেরর ধরা ও মাল উদ্ধার করা। ৪র্থ ফিটনেস বিহীন ও নিষিদ্ধ যানবাহন চলা বন্ধ করা। তিনি আরও বলেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না,তাই হেলপার দিয়ে গাড়ি না চালানো ও ঘুম অবস্হায় গাড়ি না চালানো। -তাই সকলের উচিত সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলা।
পরিশেষে হ্যালো( Hello HP)অ্যাপসটির সুবিধা সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তিঘোষণা করেন।