মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এবার বাস্তবায়িত হতে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ। প্রধান মন্ত্রীর উন্নয়ন, আইন শৃংখলার উন্নতি, শহর গ্রামের সকল ধরনের অন্যায় অবিচারের তথ্য তুলে ধরে প্রতিনিয়ত সংবাদ পরিবেশন করে যাচ্ছে দুর্নীতি বার্তা। আমি আশা করি, পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অতীতের মতো আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে। পত্রিকাটির সাংবাদিক ও কলাকৌশলী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দুর্নীতি বার্তা’র প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, পাঠকসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
পিএসএম মোস্তাছিনুর রহমান
অফিসার ইনচার্জ (ওসি)
ঈশ্বরগঞ্জ থানা