Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৩:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আল ইমরান, নেত্রকোনা: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সোমবার বিকেলে পানিতে ডুবে উমর ফারুক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা সদর ইউনিয়নের জামতলা বাজারের খোকন মিয়ার ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, শিশু উমর ফারুক প্রতি দিনের মত বাড়ীর পাশে কাচারী পুকুর পাড়ে খেলতে গিয়েছিল। সেখানে সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায় সে। পরে খোঁজ পেয়ে তাকে দ্রুত পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।