Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

 ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. ছলিমুদ্দিনকে (৯০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ছলিমুদ্দিন উপজেলার সোহাগী ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার ছলিমুদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, মো. ছলিমুদ্দিন ১৯৭১ সালের ১২ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য সৈয়দ হোসাইন আহমেদের নির্দেশে মো. ছলিমুদ্দিনসহ ১৫-১৬ জন সশস্ত্র রাজাকার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক ওরফে তারা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেন। একই দিনে নিরীহ ব্যবসায়ী গোপাল চন্দ্র করকে অপহরণ করে পাকিস্তান আর্মি ক্যাম্পে রেখে অমানুষিক নির্যাতন করেন।

পরে ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক ওরফে তারা মিয়াকে ধরে নিয়ে যায়। পরে ওই দিন নুরুল হক ওরফে তারা মিয়া ও গোপাল চন্দ্র করকে নগরীর থানার ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে গুলি করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।