বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।। বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক, দৈনিক ঢাকা প্রতিদিনের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক উবায়দুল্লাহ রুমির বাবা মাওলানা শরিয়ত উল্লাহ মারা গেছেন।
সোমবার রাত পৌনে ১১টায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাষন গ্রামে উনার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শারিরীক অসুস্থতায় ভূগছিলেন।
মাওলানা শরিয়ত উল্লাহ এর নামাজে জানাজা মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে হারুয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।