বিশেষ প্রতিনিধি: দুর্নীতিমুক্ত অফিস গড়তে গিয়ে দালালদের বিক্ষোভের মুখে হালুয়াঘাট এর এসিল্যান্ড। মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর দুপুরে হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামানের বিরুদ্ধে জয়িতা মহিলা মার্কেটের সম্মুখে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কাছে জানতে চাইলে তিনি বলেন, মূলত ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসগুলোকে দালাল মুক্তকরণ, সরকারি বিধি মোতাবেক ফি গ্রহণের মাধ্যমে নামজারি সম্পন্নসহ সেবা গ্রহিতাদের গনশুনানীর মাধ্যমে ভুমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করার কার্যক্রম শুরু করায় তহসিল অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও দালালদের অসুবিধা সৃষ্টি হয়েছে।
যে কারনে অসাধু কিছু ব্যক্তি আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে এমন কর্মকান্ড চালাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক । এ বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এগুলো করে আমাকে বিভ্রান্ত করতে পারবেনা । আমি যতদিন চাকুরী করব ততদিন সততার সহিত সরকারি নিয়ম মেনেই চাকুরী করব ।