নিজস্ব প্রতিবেদক: “জনকল্যাণে নিরপেক্ষতা ” প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন হয়েছে। (২৬ আগস্ট) শনিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন হক টাওয়ার ভবনের নিচতলায় উপজেলা প্রেসক্লাব কক্ষে আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এহছানুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরায়েজী, নয়াদিগন্ত ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল আউয়াল, নয়া শতাব্দীর নান্দাইল প্রতিনিধি আমিনুল হক বুলবুল, আজকের পত্রিকার নান্দাইল প্রতিনিধি মিন্টু মিয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি রেজাউল করিম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল হক, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক, সম্মানিত সদস্য শরীফুল আলম,
বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল-আমিন, যুগ্ম-আহ্বায়ক উবায়দুল্লাহ রুমি, সদস্য সচিব হুমায়ূন কবীর, সদস্য সাংগঠনিক আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।