বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।। শোকাবহ আগষ্টে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মোঃ ছাফির উদ্দিন আহমেদ বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য দেন, সহ সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল আবেদীন, বজলুর রহমান, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন ভূঁইয়া, এ কে এম হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, মাসুদ হাসান তূর্ণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, সদস্য আবুল মুনসুর, ১নং ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা হানিফ, আঠারোবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম কবির রূপক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদ নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে।