গৌরীপুর(উপজেলা)প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে গেছে চার দোকান ঘর ও মালামাল। শনিবার (২৯ জুলাই/২৩) দিনগত রাত পৌনে চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শালিহর হাই স্কুল সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বুলবুল আহম্মেদ জানান- অগ্নিকান্ডে স্থানীয় জসিম মাস্টার, তরিকুল ইসলাম, সোহাগ মিয়া, আমিনুল ইসলামের দোকান ঘর ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
গৌরীপুর ফায়ার সার্ভিসের লিডার হুমায়ূন কবির জানান- খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ অগ্নিকান্ডে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে এবং পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।