আবদুল কাদিরঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,মঙ্গলবার(২৫ জুলাই /২৩)দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়,গৌরীপুর সার্কেল-এর অফিসে বাৎসরিক পরিদর্শন করেন।শুরুতেই তিনি কর্মরত পুলিশ সদস্যবৃন্দ কর্তৃক সালামি গ্রহণ করেন। এরপর পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন সেরেস্তার সার্বিক কার্যক্রম এবং ফোর্স ব্যারাক পরিদর্শন করেন। এসময় তিনি ফোর্স- অফিসারদের স্বাস্থ্যকর বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে ব্যারাক সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল মো: সুমন মিয়াকে নির্দেশনা প্রদান করেন।
বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার,সার্কেল অফিসের সকল কার্যক্রমে এবং প্যারেডের মান বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে সার্কেলাধীন থানাসমূহের অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশে, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্লাস এবং সভার আয়োজন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে দুইজন এএসপি প্রবেশনার, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য ফোর্স-অফিসার উপস্থিত ছিলেন।
বার্ষিক পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার সার্কেল অফিসারসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক ময়মনসিংহে প্রত্যাবর্তন করেন।