বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদীতে কলা গাছের ভেলা উল্টে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আচাগঁও ইউনিয়নের গারুয়া গ্রামের নদী থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি মো. রাশেদুজ্জামান।
নিহতরা হলো- ওই এলাকার হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৫)।
স্থানীয়দের বরাতে ওসি মো. রাশেদুজ্জামান বলেন, বেলা ৩টার দিকে সোহাগ ও কামরুলসহ ছয় কিশোর নদীতে গোসল করতে যায়। এ সময় তারা নদীতে কলা গাছের ভেলা ভাসিয়ে খেলছিল। এক পর্যায়ে ভেলা উল্টে গেলে তারা স্রোতে ভেসে গিয়ে নদীতে পাতা ভিম জালে আটকে যায়।
পরে স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে বিকাল ৫টার দিকে তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোহাগ ও কামরুলকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি রাশেদুজ্জামান।