বিশেষ প্রতিনিধি, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষে গত মঙ্গলবার বাদ মাগরীব ঈশ্বরগঞ্জ চাল বাজার জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হাদিউল ইসলাম।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি সাইদুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় সকল সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৪ সেশনের জন্য মুফতি হাবিবুল্লাহকে সভাপতি ও হুসাইন আহমদ মাসুদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি তাদের শপথ বাক্য পাঠ করান।