বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দোকান থেকে ১০ লিটার চোলাই মদসহ কাজল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌরশহরের দত্তপাড়া গ্রামের মৃত রশিদ আলীর ছেলে কাজল মিয়ার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে একটি চায়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে কাজল তার চায়ের দোকানে চোলাই মদ বিক্রি করে আসছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদী মোহাম্মদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দোকান থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, এঘটনায় কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন জানান, পরিষদের সাথে সংশ্লিষ্ট একটা দোকানে সে থাকতো। বিষয়টি ওসি সাহেবের কাছ থেকে শুনেছি। এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে। পরিষদের সাথে থেকে এমন অন্যায় করলে তার দোকান বাতিল হয়ে যাবে। তবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।