Durnitibarta.com
ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৭ বছরের একশিশুকে ধর্ষণের অভিযোগে র‍্যাব-১৪ এর জালে চাচা আটক

প্রতিবেদক
Editor
জুলাই ৩, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

নেত্রকোণার মদনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত চাচা তামিম মিয়াকে (১৯)গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)১৪, ময়মনসিংহ।সোমবার(৩ জুলাই /২৩) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪,সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) অফিসার মোঃআনোয়ার হোসেন।এর আগে গতকাল রোববার রাত ৩টার দিকে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর গাজীর মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত(২৫ মে/২৩) বিকেলে নেত্রকোনার মদনে শিশুটিকে ঘরে একা রেখে মা পাশের গোসল খানায় গোসল করছিল। এই সুযোগে শিশুটির চাচা তামিম মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ধর্ষণ করেন। পরে শিশুটি চিৎকার করে কান্না করলে তার মা এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি বলে। এ সময় অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৭ মে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র‌্যাব’র সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া)অফিসার
মোঃ আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোনার মদন থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।