Durnitibarta.com
ঢাকারবিবার , ১১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভাড়া নেয়া জমিতে সাইন বোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১১, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ

ভাড়াটিয়া সেজে ভাড়া নিয়ে সাইন বোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে। এ ঘটনায় জমির মালিক মজিবুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চ‚ড়ালী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মজিবুর রহমানের কাছ থেকে মুরগী পালনের জন্য ৭ শতাংশ জমি ভাড়ায় নেয় একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম। প্রতি বছর ২৪ হাজার টাকা ভাড়া বাবদ দেয়ার শর্তে এ জমিটি রফিকুলের কাছে হস্তান্তর করেন মজিবুর রহমান।

পরে গত ৮ জুন বায়না সূত্রে জমির মালিক দাবী করে ওই জমিতে নিজের নামে সাইন বোর্ড লাগিয়ে দেয় রফিকুল। সাইনবোর্ড দেখে রফিকুলের কাছে কারণ জানতে চাইলে সে মজিবুর রহমানকে সপরিবারে হত্যার হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে বিবাদী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে আমার কোন ঝগড়া হয় নাই। এলাকার কয়েক জনের সামনে আলোচনা সাপেক্ষে বায়না বাবত ৫ লক্ষ টাকা দিয়েছি তবে বায়না পত্রের লিখিত কোন ডকুমেন্ট নাই।

এ বিষয়ে গৌরীপুর থানার উপ পরিদর্শক শফিউল আলম বলেন, অভিযোগ পেয়ে আমরা  সাইনবোর্ড খুলে দিয়ে এসেছি, এতদসংক্রান্ত কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।