Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৬ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ায় ধরা পড়ে বিধবার সাথে দুই সন্তানের জনকের বিয়ে

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ২৬, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে এক বিধবা নারীকে বিয়ে করেছেন দুই সন্তানের জনক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাটি গ্রামের মৃত মেসবাহ উদ্দীনের বিধবা মেয়ে শরিফা আক্তার মনির সাথে রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের মারফত আলীর ছেলে ২ সন্তানের জনক সোহেল রানার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে সোহেল তার কর্মস্থল ঢাকা থেকে বিধবা ওই নারীর বাড়িতে আসে দেখা করতে। পরে গভীর রাতে মনির ঘর থেকে সোহেলকে প্রতিবেশীরা আটক করলে স্থানীয় শালিসের ভিত্তিতে শুক্রবার রাতে ১০ লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়ানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, ২ বছর পূর্বে ১২ বছরের একটি কন্যা সন্তান রেখে মারা যায় মনির স্বামী। স্বামী মারা যাওয়ার কিছুদিন পর থেকেই বাবার বাড়ী তারাটিতে বসবাস করছিল মনি। অপরদিকে ২০১৪ সালে পাশের ইউনিয়নে বিয়ে করেছিল সোহেল রানা। ওই সংসারে স্ত্রী সহ তার দুই কন্যা সন্তান রয়েছে।

পরকীয়া যুগল মনি ও সোহেল জানায়, প্রায় দেড় বছর আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এ থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে সোহেল তার কর্মস্থল ঢাকা থেকে দেখা করতে আসে। এসময় স্থানীয়রা তাদের আটক করে।