Durnitibarta.com
ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের থাপ্পরে অটোরিকশা চালক নিহত

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ২২, ২০২৩ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ঘষা লাগাকে কেন্দ্র করে ইউপি সদস্যের ছেলের থাপ্পরে সোহেল মিয়া(১৭) নামের এক অটোরিকশা চালকের নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের কৃষি বাজারে এ ঘটনাটি ঘটে। নিহতের পিতা আবু সাঈদ বাদি হয়ে ৪জনকে আসামী করে  থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পথিমধ্যে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন(২৪)। ময়নালনের শরীরের সাথে অটোরিকশার ঘষা লাগায় ময়নাল ক্ষীপ্ত হয়ে অটোরিকশা থামিয়ে চালক সোহেলকে এলোপাতাড়ি চর-থাপ্পড় দিতে থাকে। এক পর্যায়ে সোহেল জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে,  মনিরুল নামের একজনকে গ্রেফতার  করা হয়েছে। আগামীকাল ময়না তদন্তের জন্য মৃতদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।