Durnitibarta.com
ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে পরীক্ষায় নকল করায় একজনকে বহিষ্কার

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ১০, ২০২৩ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরীক্ষার সময় দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নাজিরুল ইসলাম (রোল-১২৪৪২০) হাটুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার উপজেলা ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যক্ষ শহীদুল্লাহ পরিক্ষা হলে নকল করার দায়ে তাকে বহিষ্কার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন বিষয়টি নিশ্চিত করে বলে, নকল বা পরিক্ষা হলে কোন অনিয়মের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য চলতি দাখিল পরীক্ষায় ঈশ্বরগঞ্জ উপজেলার ২ টি কেন্দ্রে মোট ১ হাজার ১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে উক্ত কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৭০ জন।