Durnitibarta.com
ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মেয়ে হত্যায় মায়ের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ৩০, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জে মেয়েকে বিষ খাইয়ে হত্যার দায়ে মাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছমা আক্তার (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ পূর্ব চরপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে আছমা আক্তার ক্ষিপ্ত হয়ে তার মেয়ে শিউলী আক্তার মায়াকে ইঁদুর মারার বিষ খাইয়ে দেন। পরে মায়াকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আছমার বাবা সুরুজ মিয়া সদর থানায় মামলা করেন।

বাদী পক্ষের স্পেশাল পিপি এমএ আফজল জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ২০২০ সালের ৩১ আগস্ট আছমাকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগ দেন। আজ এ মামলার রায় হয়েছে। আদালত আছমা আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন।