Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ২৭, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টায় নান্দাইল চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. আ. আলী (৬০) ও তাইজুল ইসলাম (৫৫)। তারা ঈশ্বরগঞ্জের জাটিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, প্রায় তিন মাস আগে রুবেল এই আসামিদের কাছ থেকে জমি ক্রয় করেছিল। গত রবিবার (২৩ এপ্রিল) সকালে সেই জমিতে বোরো ধান চাষাবাদ শেষে পরিপক্ক ধান কাটতে গেলে আলী ও তাইজুলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। জমি ক্রয় বিক্রয়ের পুরো টাকা প্রদান না করা এবং জমির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় তাদের মাঝে তর্কবিতর্ক হয়।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে সম্পত্তির দ্বন্দ্বে চাচার শ্যালকের কাঁচির আঘাতে ভাতিজার মৃত্যু

এরই এক পর্যায়ে উত্তেজিত হয়ে রুবেল ও তার ভাই রাকিবুলসহ আরও কয়েকজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যায়। এর পরের দিন রুবেলের বড়ভাই আজিজুল হক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার প্রেক্ষিতে আসামিদের ধরতে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সমর্থ হয় র‌্যাব। গ্রেফতাররা দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা।