আবদুল কাদির:
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রাজ গৌরীপুর মানবিক ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাকালীন পনের সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বিশিষ্ট শিক্ষক ইমতিয়াজ সুলতান জনি ও সাধারণ সম্পাদক পদে ওয়ালি উল্লাহ রুবেল নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে গৌরীপুর পৌর শহরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে সর্ব-সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে সহ সভাপতি আলী আসকর সোহাগ,সানোয়ার হোসেন সনি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিমেল,মোঃ ছোটন মিয়া, সাংগঠনিক রেজাউল করিম বাবু,আলম আহাম্মেদ,সাগর ইসলাম, শাহানুর আলম,অর্থ বিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ লাবীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমন আহম্মেদ,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ সংগঠনের একদল স্বেচ্ছাসেবী ইতিমধ্যে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডের জন্য প্রশংসার জোয়ারে ভাসছে এ সংগঠনটি। তাদের মানবিক কর্মকান্ড বাস্তবায়নে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সমাজের হৃদয়বান মানুষ।