Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি ওজনে চাল কম দেওয়ায় ডিলারকে শোকজ

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ১৩, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ার অভিযোগে ডিলারকে শোকজ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) আগামী ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য ডিলার আব্দুল মালেককে এ চিঠি দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদিন।

আরো পড়ুন >>

হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল ওজনে কম

ভিডিওতে দেখুন এএসআই প্রবাস চন্দ্র দাসের কথাবার্তা

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি “বাতাসে চালের ওজন কমে”

জানা যায়, মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার উচাখিলা ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের চাল আব্দুল মালেক ডিলার পয়েন্ট থেকে কার্ডধারীরা ৩০ কেজি চালের মূল্য দিলেও চাল নিতে হচ্ছে ২৮ কেজি। এমন অভিযোগের তদন্তে উপজেলা খাদ্য বিভাগের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও উপজেলা খাদ্য গুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক প্রবাস চন্দ্র আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওজনে কম দেয়ার সত্যতা নিশ্চিত হওয়ায় ডিলার মালেককে শোকজ করা হয়।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই ডিলারকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।