Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে দারোগা’র বাসায় আনসার ভিডিপির স্বর্ণালংকার চুরি

প্রতিবেদক
বার্তা বিভাগ
এপ্রিল ৬, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত দারোগা আব্দুল মজিদের বাসায় ভাড়াটিয়া আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক তাসলিমা আক্তারের ফ্ল্যাট থেকে দিনদুপুরে স্বর্ণালংকার চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজ দেখুন

জানা যায়, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক তাসলিমা আক্তার স্বামী সন্তান নিয়ে ওই ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। ঘটনার দিন দুপুরে বাসায় তালা দিয়ে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যান। সেখান থেকে ফিরে এসে বাসার দরজার তালা ভাঙ্গা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন আলমারির তালা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে জানালে ওসি তদন্ত কামাল হোসেন ও উপ-পরিদর্শক আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্যঃ ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোডে গত রবিবার (২ এপ্রিল) ভোররাতে ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা চুরি সংঘটিত হয়েছে। এজেন্ট মালিক রিয়াদ হাসান জানান, চোরচক্র ৬০হাজার টাকা দামের ২টি ল্যাপটপ নিয়ে যায়।