Durnitibarta.com
ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না

প্রতিবেদক
Khairul Islam Alamin
এপ্রিল ৩, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোট গ্রহণ হবে ব্যালটে। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে না।

সোমবার (০৩ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। ৩০০টি আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসির কর্মপরিকল্পনায় সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন্য প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে। যেহেতু সবগুলো ইভিএমই মেরামত করতে হবে সে পরিমাণ অর্থ নির্বাচন কমিশনের কাছে নেই। এছাড়া এটি সময়সাপেক্ষ ব্যাপার।’

ইসি সচিব জানান, সংসদ নির্বাচন ছাড়াও ১৭তম কমিশন সভায় গাজীপুর, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।