Durnitibarta.com
ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসের ব্যানারে ‘স্বাধীনতা’ বানানই ভুল

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ২৬, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারে ‘স্বাধীনতা’ বানান ভুল দেখা গেছে। স্বাধীনতা বানানে লেখা হয়েছে ‘স্বাধীনত’।

রোববার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।

অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার বলেন, ‘প্রশাসন কতটা উদাসীন হলে এরকম একটি বানান ভুল হতে পারে। সেটাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানারটাই। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা এমনটা আশা করিনি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন, এটা ডেকোরেটর মালিকের ভুল।

অভিবাদন মঞ্চ তৈরি করার দায়িত্বে কে ছিলেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সবাই মিলেই তৈরি করেছি।’

জানতে চাইলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আর নাহিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।