Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাত ঘুরতেই কাঁচামরিচ-লেবু-শসার দাম দ্বিগুণ

প্রতিবেদক
Khairul Islam Alamin
মার্চ ২৩, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

রমজানকে কেন্দ্র করে দুদিনের ব্যবধানে বরিশালে বেড়েছে বেগুন, কাঁচামরিচ, শসা ও লেবুর দাম। পাশাপাশি দাম বেড়েছে সব ধরনের দেশীয় মাছের। এ অবস্থায় বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, পাইকারির সঙ্গে খুচরা বাজারে দামের রয়েছে বিশাল তফাৎ। কৃষকরা যে দামে পাইকারি বাজারে পণ্য দিয়ে যান, তার থেকে দ্বিগুণ দামে খুচরা বাজারে বিক্রি হয়। অর্থাৎ, মাত্র দুই হাত ঘুরতেই সবজির দাম বেড়ে যায় দ্বিগুণ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে নগরীর বাংলাবাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। এদিন খুচরা বাজারে বেগুন ১০০ টাকা, কাঁচামরিচ ১৮০-২০০ টাকা, শসা ৮০ টাকা, লেবু প্রতি হালি ২৫ টাকা করে বিক্রি হতে দেখা যায়। এছাড়া অন্যান্য সবজির দাম আগের তুলনায় বেশি।

অথচ নগরীর একমাত্র কাঁচামালের পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। এখানে খুচরা বাজারের সঙ্গে দামের বিস্তর ফারাক। এই বাজারে কৃষকরা মরিচ বিক্রি করছেন ৭০ টাকা কেজি দরে। আর বেগুনের কেজি ৪০ টাকা। এছাড়া শসার কেজি ৪৫ টাকা।

বাজার করতে আসা সাহাদাত হোসেন নামে এক ক্রেতা বলেন, গত দুদিন আগেও বেগুন ২০ টাকা কেজি দরে কিনেছি। আজ সকালে বাজারে এসে দেখি সেই বেগুন ১০০ টাকা কেজি। কাঁচামরিচ ২-৩ দিন আগেও ৬০ টাকা কেজিতে নিয়েছি। এখন রমজানকে কেন্দ্র করে ১২০ টাকা হয়েছে। এছাড়া শসার দামও বেড়েছে দ্বিগুণ।

সাব্বির নামে আরেক ক্রেতা বলেন, ভেবেছিলাম রমজানের বাজার আগের দিন করবো। সেই অনুযায়ী বাজারে এসেছি। কিন্তু এসে দেখি কাঁচামরিচ ১৮০-২০০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও চড়া। এভাবে দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বাজার।